দর্শনার্থীদের কথা মাথায় রেখেই তারাপীঠ মন্দিরের প্রবেশপথে বসছে স‍্যানিটাইজিং টানেল

8th June 2020 বীরভূম
দর্শনার্থীদের  কথা মাথায় রেখেই তারাপীঠ মন্দিরের প্রবেশপথে বসছে স‍্যানিটাইজিং টানেল


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) :  বিশ্বজুড়ে করোনা মহামারীর জেরে প্রায় তিন মাস যাবৎ মন্দির বন্ধ থাকার পর সরকারি নির্দেশিকা অনুযায়ী সমস্ত ধর্মীও স্থান খোলার জন্য সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বর্তমানে কিছু মন্দির খুললেও তারাপীঠ মন্দির খুলছে না বলে জানিয়ে দেন তারাপীঠ মন্দির কমিটি। চলতি মাসের ১৪ তারিখ মন্দির কমিটির মিটিং এর সিদ্ধান্ত পরে জানানো হবে কবে খুলছে তারাপীঠ মন্দির। তাই মন্দির খোলার পর দর্শনার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে অটোমেটিক সেন্সর ট্যানেল বসানোর কাজ শুরু হলো তারাপীঠ মন্দির প্রাঙ্গণে। এই সেন্সর ট্যানেল মাধ্যমে দর্শনার্থীদের প্রবেশের সঙ্গে সঙ্গে অটোমেটিক সানিটেশন হয়ে যাবে । এই অটোমেটিক সেন্সর ট্যানেল মন্দির প্রাঙ্গনের তিনটি গেটে বসানো হচ্ছে বলে জানান তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় ।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।